Thursday, September 29, 2022

ইউটিউব ভিডিও থেকে সরাসরি GIF তৈরী করুন (১৫ সেকেন্ডের) নতুন পদ্ধতি

September 29, 2022 No Comments

আজ আমরা যে ওয়েবসাইটে গিয়ে ভিডিওর gif বানাবো সেটার নাম https://gifrun.com

এটা সব ব্রাউজারেই কাজ করবে, লাইট-ওয়েট ব্রাউজারেও কাজ করবে। তবে যেসব ব্রাউজার জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে না সেগুলো তে কাজ করবে না। যেমন- Opera Mini Classic (v1-8), UC Mini Classic (v1-3)

প্রথমে,
https://gifrun.com এ প্রবেশ করুন। নিচের মতো ইন্টারফেস পাবেন, সেখানে আপনার পছন্দের ভিডিওর ইউটিউব লিংক দিয়ে সাবমিট করুন।

এর পরের পেজটা এমন হবে। এখান কার প্রথম অপশন দিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কতো সেকেন্ডের GIF বানাতে চান। আর দ্বিতীয় অপশন থেকে সিলেক্ট করতে হবে যে আপনি ভিডিওটির কোন জায়গা থেকে GIF এর শুরু করতে চান।

যেমন আমি ৫ সেকেন্ডের একটি GIF বানাতে চাই এবং আমি চাই যে ভিডিওটির ২৫ তম সেকেন্ড হতে GIF শুরু হোক, তাই আমি সেভাবে ডাটা এন্ট্রি করলাম।

এরপর আরো অপশন পাবেন। যেমন Loop ও Bounce এবং Frame Per Second বাড়ানো কমানো এবং লেখা যুক্ত করা, এমনকি কিছু নির্দিষ্ট ফিল্টারও রয়েছে। আপ্নারা নিজেদের মতো ট্রাই করে নিবেন।
সব বাছাই করা হলে Create এ ক্লিক করুন এবং তা লোড নিবে।

লোড নেয়া শেষে এবার নিচে স্ক্রোল করলেই ভিডিওর নিচে GIF টা দেখতে পাবেন। সেটা তে ক্লিক করে ডাউনলোড করুন।

ব্যাস এ পর্যন্তই।

Read More...


Friday, January 5, 2018

Facebook bot like bot comment bot react botbaba.website

January 05, 2018 No Comments

visit www.botbaba.website
& get facebook bot like comment react & cookie bot. Nazmul Haque Naju
Read More...


All in One blog Copyright © 2013
Powered by Blogger Published.. Blogger Templates